Friday, April 26, 2024
আন্তর্জাতিক

ট্রাম্পের গাড়িকে আঙ্গুল দেখিয়ে চাকরিচ্যুত

ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী একটি গাড়িকে লক্ষ্য করে আঙ্গুল দেখিয়ে চাকরি থেকে বরখাস্ত হয়েছেন জুলি ব্রিস্কম্যান নামে এক মহিলা।

গত ২৮শে অক্টোবর প্রেসিডেন্ট ট্রাম্প এই গাড়িবহরে করে ভার্জিনিয়ায় যাচ্ছিলেন। তার পেছনেই একটি সাইকেলে ছিলেন এই মহিলা। একসময় তিনি ট্রাম্পকে বহনকারী গাড়ির দিকে তার মধ্যমা উঁচু করে তুলে ধরেন। তার এই ছবিটি প্রকাশিত হলে তাকে চাকরিচ্যুত করা হয়েছে বলে খবরে বলা হচ্ছে।

ছবিতে যে সাইকেল চালককে দেখা যাচ্ছে তাকে চিহ্নিত করা হয়েছে জুলি ব্রিস্কম্যান হিসেবে।

এই ছবিটি তিনি অনলাইনে তার প্রোফাইল হিসেবে প্রকাশ করার পর তিনি যেখানে কাজ করতেন সেই অ্যাকিমা এলএলসি থেকে তাকে চাকরিচ্যুত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে মন্তব্য জানতে কোম্পানিটির সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কোন মন্তব্য পাওয়া যায়নি।

তবে ব্রিস্কম্যান যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলোকে বলেছেন, তার ছবিটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার খবরটি অফিসের মানবসম্পদ বিভাগকে জানানোর পর তাকে একটি মিটিং-এ ডেকে পাঠানো হয়।

হাফিংটন পোস্ট নিউজ ওয়েবসাইটকে তিনি জানান, অফিসের নির্বাহী কর্মকর্তারা তখন তাকে বলেছেন, তারা মনে করেন এই ছবিটি ‘অশোভন’ অথবা ‘অশ্লীল।’ আর সেকারণে তারা মনে করেন যে এই ছবিটি পোস্ট করে তিনি তাদের অফিসের সোশাল মিডিয়া নীতি ভঙ্গ করেছেন।

ব্রিস্কম্যান বলেন, ম্যানেজমেন্টকে তিনি বোঝানো চেষ্টা করেছিলেন ছবিটি যখন তোলা হয় তখন তিনি কাজের সময়ের মধ্যে ছিলেন না।

৫০ বছর বয়সী মিস ব্রিস্কম্যান দুই সন্তানের মা। এর আগে সরকারি একটি অফিসেও তিনি চাকরি করেছিলেন।

চাকরি হারানোর পরেও তিনি বলেন, ওভাবে আঙ্গুল তুলে ধরার ঘটনায় তিনি অনুতপ্ত নন।

তিনি দাবি করেন, “আমি ঠিকই করেছি। আমাদের দেশ এখন যেখানে গিয়ে পৌঁছেছে তাকে আমি ক্ষুব্ধ। এটা ছিলো আমার জন্যে কিছু একটা বলার সুযোগ।”