Sunday, September 15, 2024
দেশ

মণিপুরে অশান্তি থামাতে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত হস্তক্ষেপ চাইছেন ৮০ শতাংশ দেশবাসী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: গত কয়েক মাস ধরে জ্বলছে মণিপুর। এখনও পর্যন্ত প্রায় ১৬০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। সর্বশেষ ২ মহিলাকে রাস্তায় নগ্ন করে ঘোরানো এবং গর্ণধর্ষণের ভিডিও ভাইরাল হতেই অশান্তি আরও বেড়েছে। এই পরিস্থিতিতে সমীক্ষা করেছিল সি ভোটার।

সমীক্ষা বলছে, ৮০ শতাংশ মানুষ চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়ে ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করুক। এনডিএ এবং বিরোধী সমর্থকদের মধ্যে এই বিষয়ে কোনও উল্লেখযোগ্য মতপার্থক্য নেই। বিরোধী নেতাদের অভিযোগ, প্রধানমন্ত্রী ২ মাসের বেশি সময় ধরে মণিপুর অশান্তির ঘটনায় চুপ করে থেকেছেন।

সমীক্ষায় ৬০ শতাংশ মতামত দিয়েছেন মণিপুরে মুখ্যমন্ত্রী বীরেন সিংকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।এক চতুর্থাংশেরও কম অংশগ্রহণকারী তাঁকে মুখ্যমন্ত্রী হিসেবে বহাল থাকার পক্ষে মত দিয়েছেন।