Tuesday, November 5, 2024
দেশ

আহত মাওবাদীর জীবন বাঁচাতে রক্ত দিলেন জওয়ান

রাঁচি: মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। একজন রোগীর জীবন বাঁচাতে নিজের রক্ত দান করে কথাগুলোর বাস্তব দৃষ্টান্ত দেখালেন সেনা জওয়ান রাজকমল। যদিও একে অপরের সঙ্গে শত্রু। তবে মানবিকতার কাছে সেই শত্রুতা যেন কোথাও হেরে গেল।

CRPF জওয়ান রাজকমল তাঁর নিজের রক্ত দান করে প্রাণ বাঁচালেন এক মাওবাদীর। গত ৯ জানুয়ারি জওয়ানদের সংঘর্ষে আহত হন এক মাওবাদী। এদিন তাঁকেই রক্ত দিয়ে বাঁচান রাজকমল। ঝাড়খন্ডের রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্সে (RIMS) রক্তদান করেন তিনি।

জানা যায়, ২৯ জানুয়ারি CRPF এর ২০৯ ব্যাটেলিয়নের সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ হয়। বারি পুলিশ থানার অন্তর্গত খুন্তি এবং পশ্চিম সিংভূম জেলার সীমানায় রটকাটোলি গ্রামের কাছেই গুলি বিনিময় হয় দু’পক্ষের। সংঘর্ষে খতম হয় পাঁচ মাওবাদী। তবে সৈন্যদের মধ্যে কেউ হতাহত হননি। ঘটনাস্থান থেকে পুলিশ দু’টি AK-47 রাইফেল, একটি ডট ৩০৩ রাইফেল ও পাঁচটি পিস্তল উদ্ধার করেছে।