Saturday, July 27, 2024
দেশ

মহিলা IAS-কে ‘মগজহীন’ বললেন সিপিএম বিধায়ক

তিরুবনন্তপুরম: অবৈধ নির্মাণে বাধা দেওয়ায় মহিলা সহকারী জেলাশাসককে (IAS) ‘মগজহীন’ বলে বিতর্কে জড়ালেন দেবীকাকুলামের সিপিএম বিধায়ক এস রাজেন্দ্রন। কেরলের শৈলশহর মুন্নারে অবৈধ শপিং কমপ্লেক্স নির্মাণ নিয়ে সহকারী জেলাশাসকের সঙ্গে বচসায় জড়ান রাজেন্দ্রন।

গত শুক্রবার প্রকাশ্যে রেণু রাজ নামে ওই মহিলা আইএএস অফিসারকে ‘মগজহীন’ বলেন। রাজেন্দ্রন বলেন, অবৈধ নির্মাণে ওই কূটনীতিকের বাধা দেওয়ার কোনও এক্তিয়ার নেই। শনিবার বিধায়ক বনাম আমলার কাজিয়ার দৃশ্য ফেসবুকে আপলোড হতেই ভাইরাল হয়ে যায় এবং আঞ্চলিক টিভি চ্যানেলের সংবাদে তা পরিবেশিত হলে সমালোচনার ঝড় বয়ে যায়।

এদিকে, সহকারী জেলাশাসক রেণু রাজের সমর্থনে এগিয়ে এসেছেন কেরালার অর্থমন্ত্রী ই চন্দ্রশেখরণ। তিনি বলেন, বুঝতে পারছি, সহকারী জেলাশাসক আইন অনুযায়ী সঠিক পদক্ষেপ করেছেন। তিনি যখন আইন মোতাবেক কাজ করছেন, আমাদের উচিত তাঁর পাশে দাঁড়ানো।

প্রসঙ্গত, ২০১০ সালে এক মামলার রায়ে কেরল হাইকোর্ট নির্দেশ দেয় যে, মুন্নারে নতুন কোনও নির্মাণ করার আগে ‘নো অবজেকশন’ শংসাপত্র জমা দেওয়া আবশ্যিক। বিতর্কিত ওই শপিং কমপ্লেক্স নির্মাণের আগে সেই সংশাপত্র দাখিল করেনি সংশ্লিষ্ট সংস্থা। তাই নিয়েই আপত্তি জানান সহকারী জেলাশাসক রেণু রাজ।