Saturday, April 27, 2024
দেশ

প্রাপ্তবয়স্কদের ইচ্ছায় হস্তক্ষেপ করা যাবে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: আমাদের সমাজে বারবারই প্রশ্নের সম্মুখীন হতে হয় নারীদের। তাদের পোশাক পরা থেকে শুরু করে বাড়ির বাইরে যাওয়া পর্যন্ত সব কিছুতেই বাধা নিষেধ। তবে এ ধরণের অন্যায্য ব্যবহারের বিরুদ্ধে শুক্রবার ক্ষোভ প্রকাশ করেছে শীর্ষ আদালত। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, একজন প্রাপ্তবয়স্ক নারী তার জীবন তার ইচ্ছে মতো বাঁচবেন। সেখানে হস্তক্ষেপ করার অধিকার কারো নেই।

এ ব্যাপারে প্রধান বিচারপতি দীপক মিশ্র এবং বিচারপতি এ এম খানউইলকার ও ডি ওয়াই চন্দ্রচূড়ের একটি ডিভিশন বেঞ্চ এই রায় দেন। তারা জানিয়েছেন, ১৮ বছর বয়স হওয়ার পর ছেলেমেয়ে নির্বিশেষে প্রত্যেকেরই নিজের ইচ্ছেমতো জীবন কাটানোর অধিকার আছে। সে ক্ষেত্রে অযথা আদালত কেন কারো আইনি রক্ষক হবে? একজন মেয়ের ব্যক্তি স্বাধীনতার সম্পূর্ণ অধিকার রয়েছে। সে ক্ষেত্রে মা বা বাবার কোনো কথায় ভুলে আদালতের সুপার গার্ডেন হওয়ার কোনো প্রশ্নই ওঠে না।

সুপ্রিম কোর্ট রায়ে স্পষ্ট জানিয়ে দেয়, ভারতের সংবিধান প্রত্যেকের জন্যে এক। মেয়েদের ব্যক্তি স্বাধীনতা তাদের মৌলিক অধিকার। সেখানে সমাজ বা পরিবার-পরিজন কোনোরকম হস্তক্ষেপ করতে পারে না।