Tuesday, April 23, 2024
দেশ

ভুল করে মহিলাদের শৌচাগারে রাহুল গান্ধী, তারপর কী হলো জানেন

গুজরাটে নির্বাচনের প্রাক্কালে প্রচারে গিয়ে বেশ শোরগোল ফেলে দিয়েছেন কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী একাধিক নির্বাচনী সভায় কংগ্রেস সহ সভাপতির বক্তব্যে অনেকটাই চাঙ্গা গুজরাটের কংগ্রেস নেতৃত্ব। তবে গুজরাটে গিয়ে নতুন বিপত্তিতে জড়ালেন রাহুল গান্ধী। উদেপুর জেলায় প্রচারের ফাঁকে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ভুল করে ঢুকে পড়লেন লেডিজ টয়লেটে। যা প্রকাশ্যে আসার পরে বেশ হইচই পড়ে গিয়েছে।যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি বিদ্রুপের মুখে পড়েছেন।

গুজরাটের ছোটা উদয়পুর জেলায় যুবসমাজের সঙ্গে সামনাসামনি কথা বলার জন্য রাহুল সেখানে গিয়েছিলেন। সভা শেষ করার পরে টাউন হলের লেডিস টয়লেটে ভুল করে ঢুকে পড়েন রাহুল। কারণ আলাদা করে বাইরে মহিলা-পুরুষ কোনো চিহ্ন উল্লেখ করা ছিল না। টয়লেটের দরজায় চিহ্ন না থাকলেও গুজরাটি হরফে লেখা ছিল মহিলাও মাতে শৌচালয়। তবে গুজরাটি পড়তে না জানায় রাহুল সেই পোস্টারের নির্দেশ বোঝেননি। এবং ভুল করেই মহিলাদের বাথরুমে ঢুকে পড়েন।

সেই ঘটনার পর রাহুলের সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা ঘটনাটি বুঝতে পেরেই পেছনে থাকা সংবাদমাধ্যমকে সরিয়ে দিতে যান। তবে ততক্ষণে মহিলাদের বাথরুমে প্রবেশ করা রাহুলের ভিডিও ও ছবি উঠে গিয়েছে। যা সামনে আসতেই হাসির রোল পড়ে গিয়েছে।