Saturday, May 11, 2024
দেশ

ঝাড়ু হাতে তাজমহল পরিষ্কার করলেন যোগী আদিত্যনাথ

আগ্রা: তাজমহল নিয়ে যাবতীয় বিতর্কের মধ্যেই আগ্রা পৌঁছে বিজেপি কর্মীদের সঙ্গে হাত মিলিয়ে স্বচ্ছতা অভিযানে নামলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দলীয় কর্মীদের সঙ্গে তাজমহল পরিদর্শন করলেন তিনি। পূর্ব নির্ধারিত সফর সূচির অংশ হিসেবে তিনি এই গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র ঘুরে দেখেন। তাজমহল নিয়ে বিতর্কের অবসান ঘটাতে অক্টোবরে তাজমহল পরিদর্শনের ঘোষণা এসেছিল তার কার্যালয়ের পক্ষ থেকে।

তাজমহল চত্বরের পশ্চিম গেট-এ তিনি নিজে ঝাড়ু দেওয়ার কর্মসূচিতে অংশ নেন। এই স্বচ্ছতা অভিযানে আদিত্যনাথের সঙ্গে ছিলেন ৫০০ জন বিজেপি কর্মী। তাজমহলের ভেতর ও বাইরের সবকিছু ঘুরে দেখেন যোগী। প্রায় আধাঘণ্টা সময় কাটান। যোগীর এই অভিযানে তার সঙ্গে তাজমহল চত্বরের স্বচ্ছতা অভিযানে আরও বেশ কিছু সমাজসেবীরাও ছিলেন। এরপর তিনি সংলগ্ন শাহজাহান পার্কে যান।

যোগীর এই সফর ঘিরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। মোতায়েন করা হয় ১৪ হাজার পুলিশ কর্মী।

প্রসঙ্গত, স্ত্রী মমতাজের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে ১৭ শতকে মুঘল সম্রাট শাহজাহান আগ্রায় এই অনন্য স্থাপত্যটি তৈরি করেন।