Saturday, July 27, 2024
রাজ্য​

‘কী করে একটি রাজনৈতিক দলের সঙ্গে ধরনায় বসতে পারেন পুলিশ আধিকারিকরা?’

কলকাতা: রবিবার সিবিআই অফিসারদের হেনস্থার পর সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে জেরা করতে গিয়ে পুলিশের হাতে হেনস্থা হতে হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। কলকাতায় সিবিআইয়ের যুগ্ম ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তবকে এদিন তাঁর দফতরেই বন্দি করা হয়।

সিবিআইয়ের দাবি, অবিলম্বে সেই সমস্ত তথ্যপ্রমাণ সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হোক। সিবিআইয়ের প্রশ্ন, কী করে একটি রাজনৈতিক দলের সঙ্গে ধরনায় বসতে পারেন পুলিশ আধিকারিকরা।

এদিকে সিবিআই হেনস্থার ঘটনায় রাজ্য বিজেপি নেতা মুকুল রায় সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী তৃণমূল সরকারের নিন্দায় সরব হয়েছেন। স্মৃতি ইরানি থেকে রবি শঙ্কর প্রসাদ, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং পর্যন্ত কলকাতা পুলিশের আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা এমনও অভিযোগ করেন, সারদা চিটফান্ড কাণ্ডের সবকিছু রাজীব কুমার জানেন বলেই তাঁকে বাঁচাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

যদিও তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই সিবিআইকে ব্যবহার করে তাঁদের ওপর চাপ সৃষ্টি করছে মোদী সরকার।