Saturday, July 27, 2024
Latestদেশ

নাগরিকত্ব শুধু জনগণের অধিকার নয়, সমাজের প্রতি তাঁদের দায়িত্বও: প্রধান বিচারপতি বোবদে

নাগপুর: সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে এখনও বিরোধীদের বিক্ষোভ কর্মসূচি অব্যাহত। এবার নাগপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে গিয়ে সিএএ নিয়ে মুখ খুললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শরদ বোবদে। তাঁর মতে, নাগরিকত্ব শুধুমাত্র মানুষের অধিকার নয়, এটা সমাজের প্রতি কর্তব্যেরও বিষয়।

শনিবার নাগপুর বিশ্ববিদ্যালয়ের ১০৭তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বোবদে। সিএএ বিরোধী আন্দোলনে দেশের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তাঁর অভিযোগ, এই বিশ্ববিদ্যালয়গুলি ‘প্রবল বাণিজ্যিক মানসিকতা’ রাখছে।

প্রসঙ্গত, দিনকয়েক আগে সিএএ বিরোধী আন্দোলন জড়িয়ে পড়ে জেএনইউ, জামিয়া মিলিয়া, আলিগড়, যাদবপুর-সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সম্প্রতি  ছাত্র ও নাগরিক আন্দোলনের উল্লেখ করে সমাজের প্রতি নাগরিকদের কর্তব্য মনে করিয়ে দিয়েছেন। সিএএ বিরোধী আন্দোলনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলির ভূমিকা নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন সেনাপ্রধান বিপিন রাওয়তও।

প্রধান বিচারপতি বোবদে এদিন আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলি ইট আর মর্টার বানানোর জায়গা নয়। বিশ্ববিদ্যালয় অশান্তি সৃষ্টির কারখানা নয়। বিশ্ববিদ্যালয়গুলির মাথায় রাখা উচিৎ, তাদের কাছে সমাজের কিছু প্রত্যাশা থাকে। কিছু পাওয়ার থাকে। শিক্ষার প্রকৃত অর্থ হল বুদ্ধিমত্তা ও চরিত্র গঠন করা।