Friday, June 20, 2025
Latestখেলা

অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ জিতল ভারত

বেঙ্গালুরু: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ জিতল টিম ইন্ডিয়া। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে সিরিজ নির্ণায়ক ম্যাচ ৭ উইকেটে পকেটে পুরল ভারত। সৌজন্যে অপ্রতিরোধ্য রোহিত শর্মার সেঞ্চুরি, বিরাটের হাফ সেঞ্চুরি এবং শ্রেয়স আইয়ারের ঝোড়ো ইনিংস।

ওডিআই সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। সিরিজের শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অজি ক্যাপ্টেন অ্যারন ফিঞ্চ। ৫০ ওভারে ৯ উইকেটে ২৮৬ রান তোলে।


২৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই লোকেশ রাহুল আউট হন। তবে ভারতকে লড়াইয়ের জায়গায় পৌঁছে দেয় বিরাট কোহলি ও রোহিত শর্মার জুটি। ১১০ বল খেলে কেরিয়ারের ২৯তম ওডিআই সেঞ্চুরি করেন হিটম্যান রোহিত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এটি তাঁর অষ্টম সেঞ্চুরি।

এদিনই ওডিআই-তে ৯০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন রোহিত। ১১৯ রানে আউট হন তিনি। বিশ্বের তৃতীয় দ্রুততম হিসেবে এই নজির গড়েছেন রোহিত। এদিকে অধিনায়ক হিসেবে সবথেকে দ্রুত ৫ হাজার ওয়ানডে রানের রেকর্ড করল বিরাট। ৮৯ রানের ইনিংস খেলেন কোহলি। চারে নেমে অনবদ্য ব্যাট করেন শ্রেয়স। ৩৫ বলে ৪৪ রানের ইনিংস খেলেন তিনি। ৭ উইকেটে হারিয়ে ম্যাচ ও সিরিজ ২-১ ব্যবধানে জিতল ভারত।