Thursday, April 25, 2024
দেশ

সিগারেটের নেশায় আসক্ত ভেড়া!

বেঙ্গালুরু: কথায় বলে ছাগলে কী না খায়। এক্ষেত্রে প্রাণীটি অবশ্য ভেড়া। তাই বলে বিড়ি-সিগারেট? রীতিমতো যাকে বলে চেন স্মোকার রানি নামের এই ভেড়াটি। কিন্তু কীভাবে হল এমনটা? মাত্র দু’মাস বয়স থেকে কোনওভাবে তামাকের স্বাদ পেয়ে গিয়েছিল রানি। এখন তামাকে রীতিমতো আসক্ত হয়ে পড়েছে প্রাণীটি। কর্নাটকের মান্ডিয়ার একটি ভেড়া।

সিগারেট না পেলে লোকজনদের দিকে রীতিমতো শিং উঁচিয়ে তেড়ে আসে সে। আর সিগারেট পেলেই খুশি। এমনকি, ধোঁয়ার গন্ধ ছাড়া খাবার খেতেও চায় না রানি। আদরের পোষ্যটিকে রোজকার খাবার দিতেই হিমশিম খান ইয়াওয়ান্ত। তাঁর ওপর নামীদামি সিগারেট। কথায় বলে, ধূমপায়ীরা নাকি ধূমপানের ভাগ দিতে চায় না। যদিও ইয়াওয়ান্তের দাবি, তাঁর কাছ থেকে সিগারেটের কাউন্টার নিতেও নাকি আপত্তি নেই ভেড়াটির। সিগারেট না পেলে ফেলে দেওয়া তামাকের প্যাকেট শুঁকে রানি।

তবে ঠিক সিগারেট টানা নয়, বরং তামাক চিবিয়ে খাওয়াই ভেড়াটির নেশা। মুখের সামনে একগুচ্ছ ঘাস দিলে মুখ ফিরিয়ে নেয় সে। কিন্তু, একটা সিগারেট দিলেই, মানুষের মতোই সুখটান দিতে থাকে। কড়মড় করে চিবিয়ে খেয়ে ফেলে তামাকপাতাও।

পশু চিকিৎসকরা জানিয়েছেন, ভেড়াটির ধূমপান বা তামাকে আসক্তি আসলে পিকা নামে একটি রোগ। ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাসের অভাবে ভেড়া, ছাগলের মতো গবাদিপশুরা যা পায়, তা-ই খায়।

রানির মালিক জানালেন, সিগারেট না পেলে রানির জন্য আনতে হয় বিড়ির বান্ডিল। অনেক সময় আবার স্থানীয় বাসিন্দারাও ভালবেসে ভেড়াটিকে দু-চারটে বিড়ি-সিগারেট খাইয়েও যায়। এই ভেড়াটিকে সবচেয়ে বেশি দেখা যায় মালিকের বাড়ির পাশের চায়ের দোকানে। সেখানে রানি নামে ভেড়াটির জন্য বরাদ্দ থাকে।