Friday, May 3, 2024
দেশ

চিনা পণ্য বয়কটের জের, এবারের দীপাবলিতে ৫০ হাজার কোটি টাকার ধাক্কা খেল চিন

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনার সঙ্গে রক্তক্ষয়ী সংগ্রামে জড়িয়েছিল দুষ্ট চিন। ২০২০ সালের ১৫ জুন ওই সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা জওয়ান শহিদ হন। ওই সংঘর্ষের ঘটনা গোটা ভারতবাসীর মধ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। দেশজুড়ে চিনা পণ্য বয়কটের (Boycott Chinese Products) দাবি জোরালো হয়। অন্যদিকে, দেশীয় পণ্য ব্যবহারের উপর গুরুত্ব দেওয়া হয়।

করোনা বিধি মেনে এবছর দীপাবলি পালন হচ্ছে। এবারের দীপাবলিতে ব্যবসায় চূড়ান্ত ধাক্কা খেল চিন। দেশবাসী চিনা পণ্য বয়কট করায় ৫০ হাজার কোটি টাকা লোকসান হলো চিনের। আগে থেকেই অনুমান করা হয়েছিল, এবছর দীপাবলিতে ১ লাখ কোটি টাকার ব্যবসা হতে পারে। কিন্তু বাস্তবে অনুমান এর তুলনায় ব্যবসা বেশি হয়।

সবকিছুকে ছাপিয়ে চিনকে বড় ধাক্কা দিলো ভারতবাসী। চীনা পণ্য বয়কটের হিড়িকে ৫০ হাজার কোটি টাকার ধাক্কা খেলো চিন। কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (CAIT) দাবি করেছে, ‘ভারতবাসী বর্তমানে চিনা পণ্য এড়িয়ে যাচ্ছেন। দোকানদারও দোকানে চিনা পণ্য রাখছেন না। যার ফলে ক্ষুদ্র ব্যবসায়ী, মৃৎশিল্পী, স্থানীয় কারিগররা উপকৃত হচ্ছেন।’

বাণিজ্য বিশেষজ্ঞদের অনুমান, ‘চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত দেশে ৩ লাখ কোটি টাকার ব্যবসা হতে পারে। এর ফলে শুধু অর্থনীতিই ছন্দে ফিরবে না সেইসঙ্গে ব্যবসায়ীরাও ব্যাপকভাবে লাভবান হবে। এতে রাষ্ট্রীয় কোষাগার ফুলে ফেঁপে উঠবে।’ জানা গেছে, এবছর ভারতীয় ব্যবসায়ী এবং আমদানিকারকরা চিনের থেকে দীপাবলীর পণ্য বা আতশবাজি আমদানি করেননি। দেশীয় পণ্য দিয়েই দীপাবলি উদযাপন করা হয়েছে।