‘উইঘুর মুসলিমদের গণহত্যা শুরু করেছে চিন’

কলকাতা ট্রিবিউন ডেস্ক: উইঘুর মুসলিমদের উপর নির্যাতন নিয়ে ফের চিনের বিরুদ্ধে তোপ দাগলেন সেখানকার কংগ্রেস প্রেসিডেন্ট ডোলকান ইসা। ডোলকান বলেন, উইঘুর মুসলিমদের উপর অত্যাচার করছে চিন। সেখানে মানবতা বিরোধী কাজ করছে বেইজিং। যদিও চিন সরকার এই দাবিকে মানতে নারাজ।

উইঘুরের কংগ্রেস প্রেসিডেন্ট ডোলকান ইসা জানান, উইঘুর মুসলিমদের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিকস্তরে আলোচনা হোক। কিন্তু সেটাও চায় না চিন। আর সেই কারণেই চিন সরকার তাঁকে কথা বলতে দিচ্ছেন না। তিনি কথা বলতে উঠলেই জিনপিং সরকারের তরফে তাঁকে থামিয়ে দেওয়া হচ্ছে।


উল্লেখ্য, চিনের বিরুদ্ধে উইঘুর মুসলিমদের উপর নির্যাতনের অভিযোগ এই প্রথম নয়। এর আগেও বারবার অভিযোগ উঠেছে চিনের বিরুদ্ধে। যদিও চিনের তরফে অস্বীকার করা হয়েছে।