Saturday, July 27, 2024
খেলা

এশিয়া কাপ পাকিস্তানেই হবে, তবে ভারত-পাক ম্যাচে অন্য দেশে অনুষ্ঠিত হবে

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এশিয়া কাপ ২০২৩ সম্ভবত পাকিস্তানে অনুষ্ঠিত হতে চলেছে। ESPNcricinfo জানিয়েছে, বিসিসিআই ও পিসিবি দ্রুত একটি সমঝোতার পথে এগোচ্ছে। জানা গেছে, ভারত এবং পাকিস্তানের বিদেশের মাটিতে নিজেদের টুর্নামেন্টের ম্যাচ খেলবে। আরব আমিরাত, ওমান, শ্রীলঙ্কা, এমনকি ইংল্যান্ডও অন্তত দুটি ভারত-পাকিস্তান ম্যাচসহ পাঁচটি ম্যাচ আয়োজনের সম্ভাব্য দাবিদার।

চলতি বছরের সেপ্টেম্বরের প্রথমার্ধে ৫০ ওভারের ফরম্যাটে অনুষ্ঠিত হতে চলেছে এশিয়া কাপ। একই গ্রুপে রাখা হয়েছে ভারত ও পাকিস্তানকে। অন্য গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান। ফাইনালসহ ১৩ দিনব্যাপী মোট ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ESPNcricinfo