Sunday, December 3, 2023
আন্তর্জাতিক

‘এতদিন বিদেশে ভারতীয়দের কেউ চিনতই না! বর্তমানে মোদীর জন্য গোটা বিশ্বে চেনে’

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এই মুহূর্তে বিশ্বের সবথেকে জনপ্রিয় নেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। মোদী জমানায় গোটা ভারতের জয়জয়কার। গোটা বিশ্বের মানুষ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একনামেই চেনেন। মার্কিন মুলুকে বসবাসকারী এক মহিলার কথাতেও উঠে আসলো একই কথা।

ওই মহিলা বলেন, ‘আমেরিকায় ভারতীয়দের পরিচিতি শুধু মাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য। প্রধানমন্ত্রী মোদীর জন্যই এনআরআই ভারতীয়দের পরিচিতি গড়ে উঠেছে বিদেশে।’


ওই মহিলা আরও বলেন, ‘এতদিন পর্যন্ত বিদেশে ভারতীয়দের পরিচিতি ছিল না। ভারতীয়দের কেউ চিনতই না। বর্তমানে মোদীর জন্য গোটা বিশ্বের মানুষ তাঁদের চেনেন।’ ওই মহিলার সাক্ষাৎকারের সেই ভিডিও কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন। মুহূর্তেই ভাইরাল হয়েছে সেই ভিডিও।