Saturday, September 23, 2023
আন্তর্জাতিক

চিনে অ্যাপার্টমেন্ট ভবনে অগ্নিকাণ্ডে ৪ জনের মৃত্যু

চিনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শানঝি প্রদেশের গ্রামীণ এলাকায় একটি অ্যাপার্টমেন্ট ভবনে আজ মঙ্গলবার ভোরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে চার জনের মৃত্যু এবং অন্তত ১৩ জন আহত হয়েছে।

দমকল বিভাগের কর্মীরা জানান, স্থানীয় সময় রাত দেড়টায় পাঁচতলা ওই ভবনে আগুন লাগে। এ সময় সেখানে ১৯ জন আটকা পড়ে। ভবনটি প্রাদেশিক রাজধানী জিয়ানের ইয়ান্তা জেলায় অবস্থিত।

আটকে পড়াদের উদ্ধার করার পর এদের চারজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দুই জন গুরুতর আহত ও ১১ জন সামান্য আহত হয়েছে। আটকে পড়াদের মধ্যে দুই জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বৈদ্যুতিক বাইকের কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এতে ভবনটির দোতলায় আগুন ধরে যায়।