নোটবাতিলের প্রথম বর্ষপূর্তিতে সোশ্যাল মিডিয়ায় ছবি কালো করার ডাক মমতার

কলকাতা: নোট বাতিলের প্রথম বর্ষপূর্তিতে সোশ্যাল মিডিয়াতেও প্রতিবাদ-বিক্ষোভের প্রস্তুতি। ৮ নভেম্বর টুইটার ডিপি কালো করার ডাক দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

সোমবার টুইট করে মমতা লেখেন জিএসটি হল ‘‘জিএসটি হল গ্রেট সেলফিস ট্যাক্স ৷ যা নিয়ে নাজেহাল মানুষ ৷ ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা ৷ অর্থনীতিকে পুরো শেষ করে দিয়েছে ৷ পরিস্থিতি সামালাতে পুরো ব্যর্থ সরকার ৷’

একই সঙ্গে মমতা ৮ নভেম্বর নোটবাতিলের প্রথম বর্ষপূর্তিকে ‘কালো দিবস’ পালনের ডাক দিয়েছেন আরও একবার।

তিনি টুইটারের ‘ডিসপ্লে পিকচার’ কালো করে দেওয়ার জন্য আহ্বান করেছেন। তিনি নিজেও টুইটার প্রোফাইল কালো করে দিয়েছেন।

মমতা লিখেছেন, ‘‘নোটবাতিল একটি বিপর্যয়। ৮ নভেম্বর ‘কালো দিবস’। অর্থনীতিকে শেষ করে দেওয়া এই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে আসুন টুইটারের ডিপি পরিবর্তন করে কালো করে দিই।’’

মমতার কথা মতো দলের মুখপাত্র ডেরেক ও’ব্রায়েনও তাঁর টুইটার প্রোফাইল কালো করে দেন।

প্রসঙ্গত, গত বছর ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল ঘোষণা করার পর থেকেই এই সিদ্ধান্তের তুমুল সমালোচনা ও বিরোধিতা করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷