Thursday, March 28, 2024
দেশ

দেরি করে অফিসে আসা রুখতে রেলের হাজিরাতে বাধ্যতামূলক আধার

নয়াদিল্লি: দেরি করে অফিস যাওয়া রুখতে এবার নতুন পদক্ষেপ নিতে চলেছে রেল ৷ আধার-নির্ভর বায়োমেট্রিক অ্যাটেনডেন্স সিস্টেম বসানোর সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক। রেলের তরফে জানানো হয়েছে, ৩১ জানুয়ারির মধ্যে এই সিস্টেম চালু হবে৷

গত ৩ নভেম্বর এই মর্মে একটি নির্দেশিকা প্রত্যেক জোনে জারি করেছে রেল বোর্ড। বায়োমেট্রিক অ্যাটেনডেন্স সিস্টেম প্রথম প্রতিটি ডিভিশন অফিস, জোন, মেট্রো রেল কলকাতা, রেলওয়ে ওয়ার্কশপ, ফ্যাক্টরি ও প্রোডাকশন ইউনিটে বসবে৷

রেলের এক শীর্ষস্থানীয় আধিকারিক জানান, দেরি করে অফিসে আসা রুখতে এবার থেকে রেলের সমস্ত জোনের অফিসে বসতে চলেছে আধার-নির্ভর বায়োমেট্রিক অ্যাটেনডেন্স সিস্টেম ৷ বায়োমেট্রিক মেশিনের সঙ্গে সিসিটিভি বসানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে।