Saturday, July 27, 2024
রাজ্য​

রাজীব কুমারের বিরুদ্ধে অভিযোগ গুরুতর, গ্রেফতার করতে চেয়ে সুপ্রিম কোর্টে সিবিআই

নয়াদিল্লি: আরও বিপাকে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, সারদা কেলেঙ্কারির আরও তথ্য হাতে পাওয়ার জন্য রাজীব কুমারকে গ্রেফতার করতে চেয়ে সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন জানাল সিবিআই। রাজীবকে হেফাজতে নিয়ে জেরা করতে চেয়ে দেশের শীর্ষ আদালতে আবেদন জানাল সিবিআই।

রাজীব কুমার বিধাননগর পুলিশ কমিশনার থাকাকালীন সারদার তদন্তের জন্য গঠিত সিটের প্রধান ছিলেন। সিবিআইয়ের দাবি, ২০১২-১৩ সালে রাজীব কুমার সারদা গ্রুপকে অবৈধভাবে প্রায় ৮০৫ কোটি টাকা সংগ্রহে সাহায্য করেছিলেন। এবং ২০১২-১৪ অর্থবছরে রোজ়ভ্যালি গ্রুপকেও প্রায় ৬৮৬৫ কোটি টাকা সংগ্রহে সাহায্য করেন।

প্রসঙ্গত, এর আগে গত ২৬ মার্চ সুপ্রিম কোর্টে রিপোর্ট পেশ করে সিবিআই। রাজীব কুমারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ জানিয়ে আদালতে রিপোর্ট পেশ করে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টের প্রেক্ষিতে ১০ দিনের মধ্যে জবাব দিতে হবে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে।