Monday, March 24, 2025
দেশ

মোদীকে ফের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান ৬৩% মানুষ: সমীক্ষা

নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের আগে ভোটযুদ্ধের সব প্রশ্নের উত্তর নিয়ে হাজির ফার্স্টপোস্ট ও নিউজ এইটিন, দ্য ন্যাশনাল ট্রাস্টের সার্ভে ২০১৯। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে আটকানোর জন্য সমস্ত রকমের চেষ্টা চালাচ্ছে বিজেপি বিরোধী দলগুলি। ফেডারেল ফ্রন্ট ও কংগ্রেস একসঙ্গে মোদীকে পরাজিত করতে চায়। তারই মাঝে ফার্স্টপোস্টের ট্রাস্ট সার্ভেতে জনতা মত কিন্তু অন্য কিছু বলছে।

THE NATIONAL SURVEY- অনুযায়ী, দেশের ৬৩.৪ শতাংশ মানুষ নরেন্দ্র মোদীকে ফের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন। প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছেন রাহুল গান্ধী। কিন্তু জনপ্রিয়তার দিক থেকে রাহুল গান্ধির থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন নরেন্দ্র মোদী। মাত্র ১৬.১ শতাংশ মানুষ রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান ৩.৪ শতাংশ, মায়াবতীকে ২.২ শতাংশ ও প্রিয়াঙ্কা গান্ধীকে ১.৫ শতাংশ ৷ নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান ৬৩ শতাংশ মানুষ।