Saturday, April 20, 2024
আন্তর্জাতিক

কম্পিউটারে পর্নোগ্রাফি: ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী বরখাস্ত

পার্লামেন্টে নিজ কার্যালয়ের কম্পিউটারে পর্নোগ্রাফি রাখার জেরে বরখাস্ত হলেন যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী ডেমিয়ান গ্রিন। প্রধানমন্ত্রী টেরিজা মের অনুরোধে তিনি পদত্যাগ করেন বলে জানা গেছে।

পর্নোগ্রাফি রাখার অভিযোগের তদন্তে গ্রিনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়ার পর তাকে বরখাস্ত করা হয়েছে।

২০০৮ সালে ডেমিয়ান পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সে তার কার্যালয়ের কম্পিউটারে পর্নগ্রাফি পাওয়ার অভিযোগ নিয়ে সঠিক বিবৃতি না দিয়ে জনগণকে বিভ্রান্ত করেছিলেন।

গ্রিন কম্পিউটারে পর্নোগ্রাফি পাওয়া যাওয়ার বিষয়টি জানতেন না বলে বিবৃতি দিয়েছিলেন। তবে তা ঠিক ছিল না বলে তদন্তে বেরিয়ে এসেছে।

এরপরই প্রধানমন্ত্রী টেরিজা মে তাকে পদত্যাগ করার অনুরোধ জানান। তার বিদায়ে গভীর দুঃখ প্রকাশ করে একটি লিখিত বিবৃতিও দেন মে।

ডেমিয়ান গ্রিন ছিলেন প্রধানমন্ত্রী মে’র সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের একজন এবং সবচেয়ে ঊর্ধ্বতন মন্ত্রী। দলের বিভক্তি সামলে দলকে একতবদ্ধ রাখায় সহায়ক ভূমিকা পালন করেছিলেন তিনি। ব্রেক্সিট আলোচনার এ শেষ সময়ে এসে ডেমিয়ানের পদত্যাগ মে’র জন্য একটি বড় ধাক্কা হিসাবেই দেখছেন বিশ্লেষকরা।