Saturday, July 27, 2024
কলকাতা

সল্টলেকে ডেঙ্গিতে মৃত্যু চতুর্থ শ্রেণির ছাত্র

কলকাতা: কলকাতায় ডেঙ্গিতে আক্রান্ত নাবালকের মৃত্যু। মৃতের নাম নারায়ণ শ্রেষ্ঠা(১০)। সল্টলেকের দত্তাবাদের বাসিন্দা ছিল সে। সল্টলেকেরই একটি স্কুলে ক্লাস ফোরে পড়ত। তিনদিন আগে তার ডেঙ্গি ধরা পড়ে। নারায়ণের শরীরে প্লেটলেটের পরিমাণ ক্রমশ কমছিল। গতকাল রাতে বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

এক সপ্তাহ আগে জ্বর হয় নারায়ণের। চিকিৎসার জন্য প্রথমে তাকে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। তবে তার শারীরিক অবস্থা দেখে তাকে ভর্তি নিতে চায়নি ওই নার্সিংহোম। এরপর বাইপাসের ওই বেসরকারি হাসপাতালে নারায়ণকে ভর্তি করা হয়। চিকিৎসা শুরু হলেও জ্বর কমছিল না। ডেঙ্গি সন্দেহে রক্ত পরীক্ষা করা হয়। তিনদিন আগে তার ডেঙ্গি ধরা পড়ে। গতরাত ১১টা ২০মিনিটে তার মৃত্যু হয়।

নারায়ণের প্রতিবেশী বলেন, চোখের সামনে ওকে বড় হতে দেখেছি। তাই, খবরটা শুনে খুব কষ্ট হচ্ছে। ও বাবা-মার একমাত্র সন্তান ছিল। জ্বর হওয়ায় প্রথমে ওকে একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ওই বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। শুনলাম ওর ডেঙ্গি হয়েছে। চিকিৎসার জন্য হাসপাতাল থেকে কিছুটা সময় চেয়েছিল। কাল শুনলাম ও আর নেই।