ফারুক আবদুল্লার ১১.৮৬ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি
শ্রীনগর: আর্থিক দুর্নীতি মামলায় ফারুক আবদুল্লার (Farooq Abdullah) ১১.৮৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনে টাকা নয়ছয়ের অভিযোগ সংক্রান্ত বিষয়ে এই পদক্ষেপ নিল কেন্দ্রীয় তদন্ত সংস্থাটি।
উল্লেখ্য, ৩৭০ ধারা বাতিলের পর গৃহবন্দি করা সহ ফারুক আবদুল্লাকে। সেই অবস্থা থেকে মুক্তি পাওয়ার পর ফের বিপাকে পড়লেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন এই মুখ্যমন্ত্রী। বাজেয়াপ্ত হওয়া সম্পত্তি শ্রীনগর ও জম্মুতে বলে জানা গিয়েছে। এগুলোর মধ্যে রয়েছে বাড়ি, মার্কেট ও ৩টি জমি। বর্তমান বাজার মূল্য ওই সম্পত্তির মূল্য ৬০-৭০ কোটি টাকা।
প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের টাকা তছরুপ মামলায় ইতিমধ্যে একাধিকবার জেরা করা হয়েছে তাঁকে। শেষবার গত অক্টোবরে ফারুক আবদুল্লকে জেরা করা হয়। এবার তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি।
এদিকে, উত্তরাধিকার সূত্রে পাওয়া পৈত্রিক সম্পত্তি কিভাবে বাজেয়াপ্ত করা যায়, তা নিয়ে প্রশ্ন তুলেছেন জম্মু ও কাশ্মীর রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এনসি সহ সভাপতি ওমর টুইটে জানিয়েছেন, তাঁর বাবা ফারুক আবদুল্লা তাঁর আইনজীবীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। এইসব অর্থহীন অভিযোগের মোকাবিলা করা হবে আদালতে।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

