Friday, May 3, 2024
দেশ

বিরোধীদের মুখে চুন কালি মাখিয়ে হরিয়ানায় আস্থাভোটে জয়ী হল খাট্টারের সরকারই

চণ্ডীগড়: কংগ্রেসের প্রচেষ্টা ধোপে টিকলো না। হরিয়ানায় আস্থাভোটে জয়ী হল মনোহর লাল খাট্টারের সরকারই। চলমান কৃষক আন্দোলনের জেরে কিছুটা ব্যাকফুটে পজিশনে ছিল বিজেপি সরকার। তবে বুধবার বিরোধীদের দাবি উড়িয়ে আস্থাভোটে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে দেখাল বিজেপি সরকার।

উল্লেখ্য, সম্প্রতি কৃষক আন্দোলনকে কেন্দ্র করে দুই নির্দল বিধায়ক শাসক জোট থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়। তারপরেই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের দাবিতে সরব হয় কংগ্রেস (Congress)। আস্থা ভোটের দাবি জানায় তাঁরা।

এদিন আস্থাভোটে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে দেখাল বিজেপি সরকার (BJP Govt)। ৯০ আসনের হরিয়ানা বিধানসভায় বিজেপির দখলে রয়েছে ৪০টি আসন, জোটসঙ্গী জননায়ক জনতা পার্টিতে রয়েছে ১০ জন বিধায়ক। এছাড়া শাসক জোটে ৫ জন নির্দল বিধায়কের সমর্থন ছিল। তবে দু’জন নির্দল বিধায়ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে কৃষি আইন বাতিলের দাবি জানিয়ে সমর্থন প্রত্যাহার করে নেন।

এদিন আস্থাভোটে বিজেপি-জেজেপি (BJP-JJP) জোটের পক্ষে পড়ে ৫৫টি ভোট এবং বিরোধী দল পায় ৩২টি ভোট। বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে দরকার ছিল ৪৫টি ভোট।