মিঠুনকে ‘ওয়াই প্লাস’ ক্যাটেগরির নিরাপত্তা দিল কেন্দ্রীয় সরকার
কলকাতা: গত রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) ব্রিগেড সমাবেশে বিজেপিতে যোগ দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। তাঁকে ‘বাংলার ছেলে’ বলে সম্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। বিজেপিতে যোগ দেওয়ার ৭২ ঘণ্টার মধ্যেই মিঠুনকে ‘ওয়াই প্লাস’ (Y+ Category Security) ক্যাটেগরির দিল অমিত শাহের (Amit Shah) নেতৃত্বাধীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
এবার থেকে মিঠুনের নিরাপত্তার দায়িত্বে থাকবে স্পেশাল সিকিউরিটি গ্রুপের সশস্ত্র সিআইএসএফ (CISF) জওয়ানরা। ‘ওয়াই প্লাস’ নিরাপত্তা বলয়ে মোট ৫৫ জন থাকে। মিঠুনের নিরাপত্তায় থাকবেন সিআইএসএফের ১১ জন কমান্ডো।
উল্লেখ্য, এর আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) সহ অন্যান্য হেভিওয়েট নেতাদের কেন্দ্রীয় নিরাপত্তা দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এবার সেই তালিকায় যুক্ত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী।
প্রসঙ্গত, আগামী ২৭ মার্চ থেকে রাজ্যের ২৯৪ টি বিধানসভা আসনে আট দফার নির্বাচন হবে। চলবে ২৯ এপ্রিল পর্যন্ত। ২ মে ভোটের ফল প্রকাশ। নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী লড়াই করবেন। জানা গিয়েছে, শুভেন্দু সঙ্গে ভোটের প্রচারে যাবেন মিঠুন চক্রবর্তী। তার আগে মিঠুনকে ‘ওয়াই প্লাস’ ক্যাটেগরির নিরাপত্তা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

