Saturday, July 27, 2024
রাজ্য​

‘মমতা পাকিস্তানি মিডিয়ার ভাষায় কথা বলছেন’

কলকাতা: আসন্ন লোকসভা নির্বাচনে টার্গেট পূরণ করতে পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলা কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানকে প্রচারের হাতিয়ার করতে চলেছে বিজেপি। শুক্রবার বিজেপির পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এখন পাকিস্তান সংবাদমাধ্যমের ভাষা।

বিজেপি চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অবস্থানকে কাজে লাগাতে। কৈলাশ বিজয়বর্গীয় বলেন, পুলওয়ামায় জঙ্গি হামলার পর সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে। তারপর সীমান্তে তৈরি হয়েছে যুদ্ধ পরিস্থিতি। এই পরিস্থিতিকে প্রচারের মাধ্যমে নিজেদের অনুকূলে নিয়ে যেতে হবে। কৈলাশ দলীয় কর্মীদের নির্দেশ দেন, মানুষকে বোঝাতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন, তা আসলে পাকিস্তানের কণ্ঠস্বর। তা বোঝাতে না পারলে ২৩টি লোকসভা জয়ের লক্ষ্যপূরণ কোনওদিনই সম্ভব হবে না।

এদিন কৈলাশের সুর শোনা গেল রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের মুখেও। সংবাদসংস্থা এএনআই-কে দিলীপবাবু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রশ্ন তুলছেন, সেই প্রশ্ন তোলার হিম্মত পাকিস্তানেরও হয়নি। তাঁর কথায়, ওই দিন সকালেই পাকিস্তানের বিদেশমন্ত্রক ছবি দেখিয়ে মেনে নিয়েছিল অ্যাটাক হয়েছে।

দিলীপবাবু আরও বলেন, ওই জায়গায় রিপোর্টারদের যেতে দেওয়া হয়নি। লাশ সরানোর জন্য ঘিরে ফেলা হয়েছিল গোটা এলাকা। কেউ কেউ বলেছেন, ওখানে ব্যাপক বৃষ্টি হচ্ছিল। তাই সব ধুয়ে গিয়েছে। দিলীপ ঘোষের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাকিস্তানের সুরে কথা বলছেন।