Saturday, July 27, 2024
আন্তর্জাতিক

টিকাকরণে জোর, ভুটানে পাঁচ মাসে করোনায় মাত্র ১ জনের মৃত্যু

থিম্পু: মারণ ভাইরাস করোনার জেরে নাজেহাল অবস্থা বিশ্বের অধিকাংশ দেশের। সেখানে ভুটানের মত একটি ছোট দেশ নজর কেড়েছে সকলের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট দেখে রীতিমতো অবাক বিশ্বের সমস্ত দেশ করোনার দ্বিতীয় ধাক্কায় রীতিমতো কাবু ভারতসহ অন্যান্য দেশ তখন ভুটানের করোনা গ্রাফ অনুযায়ী, গত ৩ জানুয়ারি থেকে এখনও পর্যন্ত পাঁচ মাসে সেদেশে আক্রান্তের সংখ্যা মাত্র ১,১৯০ জন আর মৃত্যুর সংখ্যা মাত্র একজন

অথচ গত ৫ মাসে ভারতে মৃত্যু ছিলমিছিল অব্যাহত। ভারতে দৈনিক ৪ লাখের বেশি। তখন ভুটানের মতো একটি ছোট্ট দেশ কি করে করোনাকে নিয়ন্ত্রণে এনেছে? জানা গিয়েছে দেশবাসীকে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে রীতিমতো বিপ্লব ঘটিয়েছে ভুটান

গত পাঁচ মাসের মধ্যে চার লাখ ৮০ হাজার ৫৯৭ জনকে ভ্যাকসিন দিয়েছে তাঁরা ১৬ দিনের মধ্যে তারা ৯৩% বয়স্কদের ভ্যাকসিন দিয়েছে হিমালয়ের কোলে এই দুর্গম দেশটিতে ভ্যাকসিন পৌঁছে দেওয়া মোটেও সহজ কথা নয় কিন্তু সরকারের পক্ষ থেকে প্রায় যুদ্ধকালীন তৎপরতায় হেলিকপ্টারের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হয়েছে করোনার ভ্যাকসিন                 

অ্যাস্ট্রোজেনিকার ভ্যাকসিন দেওয়া হয়েছে বেশিরভাগ ভুটানবাসীকে। বেশিরভাগ ইনস্টিটিউটের দেওয়া ভারতের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংশয় ছিল টিকা নিয়ে কিন্তু স্বেচ্ছাসেবক সংস্থা এবং সরকারি উদ্যোগ জনগণের মনের ভ্রান্ত ধারণা দূর করে দেয়।

পর্যটন প্রধান অর্থনীতি হওয়া সত্ত্বেও গত বছরের মার্চ থেকে বিদেশি আগমন বন্ধ করে দেয় ভুটান। জিম, রেস্তরাঁ, শপিং মল বন্ধ করে দেয়। মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারে কড়াকড়ি আরোপ করা হয়। তবে শুধু ভুটান নয়, পৃথিবীর একাধিক দেশ–ভিয়েতনাম, রাওয়ান্ডা, সেনেগাল রুখে দিয়েছে করোনা সংক্রমণকে।