Saturday, July 27, 2024
রাজ্য​

এয়ার স্ট্রাইক ইস্যুতে মোদীর সুরে বিরোধীদের বিঁধলেন রাজ্যপাল

কলকাতা: গত ২৬ ফেব্রুয়ারি ভোররাতে পাকিস্তানের বালাকোটে জইশের জঙ্গি ঘাঁটিতে বিমান হানা চালিয়েছিল ভারতীয় বায়ুসেনা। হামলায় প্রায় ৩০০-৩৫০ জঙ্গিকে খতম হয়েছে বলে খবর। বালাকোটে কতজন মারা গিয়েছে এ নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছে গত কয়েক দিনে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রশ্ন তুলেছেন, আদৌ বোমাটা ঠিক জায়গায় পড়েছিল কি না তা নিয়ে। সেই সঙ্গে মমতা আরও বলেছিলেন, তিনি আন্তর্জাতিক বহু সংবাদ মাধ্যমের খবর দেখেছেন। তাদের কেউ বলছে একজন মারা গিয়েছে আবার কেউ বলছে একজনও নয়। তাহলে কীসের ভিত্তিতে ৩০০,৩৫০ সংখ্যাটা বলা হচ্ছে?

এবার কবিতা দিয়ে বিরোধীদের তোপ রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠির। সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে বিরোধীদের প্রশ্নে মনোবল ভাঙছে সেনা জওয়ানদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুরেই বিরোধীদের একহাত নিলেন রাজ্যপাল।

পাল্টা প্রতিক্রিয়া জানালো তৃণমূলও। কলকাতায় মেয়র তথা রাজ্যের মন্ত্রী ববি হাকিম বলেছেন, রাজ্যপালের মুখে এমন কথা সাজে না। আমি অন্তত দুঃখিত, যে রাজ্যপাল এমন কথা বলছেন।