রাফায়েল থাকলে পাকিস্তানের সঙ্গে লড়াইয়ের ফল ভিন্ন হত: মোদী
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারত যদি সঠিক সময়ে রাফায়েল যুদ্ধবিমান কিনতে পারত, তবে পাকিস্তানের বিরুদ্ধে সাম্প্রতিক লড়াইয়ের ফল ভিন্ন হত। ইন্ডিয়া টুডে মিডিয়া গ্রুপের সম্মেলনে তিনি এ কথা বলেন।
মোদী বলেন, ভারত এখন রাফায়েল যুদ্ধবিমানের অনুপস্থিতি উপলব্ধি করতে পারছে। রাফায়েল নেই বলে দেশ আজ ভুক্তভোগী। নতুন অকুতভয়ী ও দৃঢ়চিত্তের ভারতকে হুমকি দেয়ার সাহস কারও নেই।
ভারত-পাকিস্থানের মধ্যে নতুন করে উত্তেজনা ক্রমশই বাড়ছে। জম্মু-কাশ্মীর সীমান্তে পাকিস্থানি সেনার ভারী গোলাবর্ষণে দু’সপ্তাহে অন্তত ১২ প্রাণ হারিয়েছেন।
ভারত-পাকিস্থানের সেনাবাহিনী পরস্পরের দিকে মর্টারশেল ও কামানের গোলাবর্ষণ করেছে। এতে ভারতের এক নারী ও তার দুই শিশুসন্তান নিহত এবং তাদের বসতবাড়ি ভারী গোলায় উড়ে গেছে।