Monday, May 27, 2024
দেশ

শুধু নিষিদ্ধ নয়, জামাত-ই-ইসলামি নেতাদের সম্পত্তি বাজেয়াপ্ত

শ্রীনগর: পুলওলামায় জঙ্গি হামলার জেরে জামাত-ই-ইসলামিকে (জেইআই) পাঁচ বছরের জন্য বেআইনি ঘোষণা করেছে কেন্দ্র। তবে শুধু নিষিদ্ধ ঘোষণাই নয়, কাশ্মীরে জামাত-ই-ইসলামি নেতাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়ে গেল। সংগঠনের নেতাদের সম্পত্তি ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল করে দেওয়া হল।

স্থানীয় ম্যাজিস্ট্রেট জেইআইয়ের সঙ্গে যুক্ত সব প্রতিষ্ঠান এবং সম্পত্তি সিল করার আদেশ জারি করে। গত চারদিনে জেইআইয়ের দুই শতাধিক কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, জেইআইয়ের সঙ্গে জঙ্গি গোষ্ঠীগুলোর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এবং জম্মু ও কাশ্মিরে সন্ত্রাসী কার্যকালাপ বেড়ে যাওয়ার পেছনে তাদের হাত থাকার সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি জানিয়েছেন, কাশ্মীরের বিভিন্ন প্রান্তে একাধিক স্কুল চালায় জেইআই। তাঁদের নিষিদ্ধ করলে ওইসব স্কুলের পড়ুয়াদের কী হবে?