Tuesday, March 25, 2025
Latestআন্তর্জাতিক

পাকিস্তানে ট্রেন অপহরণ: জঙ্গিদের কব্জায় জাফর এক্সপ্রেস, পণবন্দি ৪৫০ যাত্রী; নিহত ৬ সেনা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পাকিস্তানে ফের জঙ্গি হামলার ঘটনা। বালোচ লিবারেশন আর্মি (বিএলএ) নামে কুখ্যাত জঙ্গি সংগঠন জাফর এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী ট্রেন অপহরণ করেছে। ঘটনাটি ঘটেছে বালোচিস্তান প্রদেশের বোলানের মাশকফ এলাকায়। ট্রেনে প্রায় ৪৫০ জন যাত্রী ছিলেন, যাত্রীদের পণবন্দি করেছে জঙ্গিরা।

ট্রেন থামানোর কৌশল: রেলপথে বিস্ফোরণ

জাফর এক্সপ্রেস ট্রেনটি কোয়েত্তা থেকে পেশোয়ারের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে বোলানের মাশকফ এলাকায় ট্রেনটিকে থামাতে বিস্ফোরণের মাধ্যমে রেলপথ উড়িয়ে দেয় জঙ্গিরা। বিস্ফোরণের জেরে ৯ বগির ট্রেনটি থমকে দাঁড়ায়। এরপরই বিএলএ জঙ্গিরা ট্রেনটির দখল নিয়ে নেয়।

পাক সেনার উপর হামলা: ৬ জওয়ান নিহত

বিএলএ দাবি করেছে, পাকিস্তান সেনাবাহিনীর ছয় জন জওয়ানকে হত্যা করে তারা ট্রেনটি দখল করেছে। ঘটনার পরেই পাকিস্তানের সেনাবাহিনী বোলানের মুশকোয়াফ এলাকায় পৌঁছে যায়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এখনও পর্যন্ত কোনও সাফল্য আসেনি।

বিএলএ-র হুঁশিয়ারি

বিএলএ স্পষ্টভাবে জানিয়েছে, পণবন্দিদের মুক্ত করতে কোনও ধরনের সেনা অভিযান চালানো হলে তার পরিণতি হবে ভয়ঙ্কর। সংগঠনের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে যে, অভিযান চালালে সব পণবন্দিকে হত্যা করা হবে এবং তার দায়ভার পাকিস্তান সেনাকে নিতে হবে।

সরকারের তৎপরতা: প্রস্তুত প্রশাসন

অপহরণের ঘটনার পর বালোচিস্তান প্রশাসন জরুরি সতর্কতা জারি করেছে। সমস্ত সরকারি সংস্থাকে প্রস্তুত থাকতে বলা হয়েছে এবং হাসপাতালগুলোকেও যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রাখা হয়েছে।

বালোচিস্তানের দীর্ঘদিনের বিদ্রোহ

বালোচ লিবারেশন আর্মি দীর্ঘদিন ধরে পাকিস্তান থেকে আলাদা হয়ে পৃথক বালোচিস্তান রাষ্ট্রের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। পাকিস্তান সরকারের বিরুদ্ধে তাদের আক্রমণাত্মক মনোভাব ও লাগাতার হামলা নতুন কিছু নয়। গত বছরের নভেম্বরে কোয়েত্তা রেলওয়ে স্টেশনে আত্মঘাতী বিস্ফোরণে ২৬ জনের মৃত্যু ও ৬২ জনের আহত হওয়ার ঘটনা এখনও তাজা।

চলমান সংকট: সমাধানের পথ কোথায়?

এই ঘটনার পর আবারও প্রশ্ন উঠছে, বালোচিস্তান সমস্যা সমাধানে পাকিস্তান সরকার কতটা উদ্যোগী? জঙ্গি সংগঠনগুলির লাগাতার কার্যকলাপ এবং সরকারের ব্যর্থতা নিয়ে জনমনে অসন্তোষ বাড়ছে। পণবন্দিদের জীবনের নিরাপত্তা এবং সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে দেশজুড়ে উদ্বেগের পরিবেশ সৃষ্টি হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থার বড়সড় চ্যালেঞ্জ

বালোচিস্তানের এই অপহরণকাণ্ড পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থার বড়সড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে। যাত্রীদের নিরাপত্তা ও উদ্ধারকাজে প্রশাসন কতটা সফল হবে, তা এখন সময়ই বলবে।