বাংলাদেশের গাইবান্ধার সাঘাটায় হিন্দু সম্প্রদায়ের উপর হামলার অভিযোগ
কলকাতা ট্রিবিউন ডেস্ক: গত ৮ জানুয়ারী সন্ধ্যা প্রায় ছয়টা ত্রিশ মিনিটে গাইবান্ধা -৫ আসনে মোঃ সাব্বির আহমেদের নেতৃত্বে নৌকার সমর্থকেরা হিন্দু বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে নিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে! তখন ভুক্তভোগী পরিবারের সদস্যরা ভয়ে বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়।
বাংলাদেশ হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র প্রামাণিক ৯ জানুয়ারী তাঁর ফেসবুক পোস্টে এক বিবৃতিতে বলেন যে, গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ১০ নং শিমুল তাইর ইউনিয়নের কুলিপট্টি গ্রামের ৪ টি হিন্দু বাড়িতে হামলা হয়! ভুক্তভোগীরা হল শ্রী শিবু রাম রায়, শ্রী সুশীল রায়, শ্রী দীপু রায় ও শ্রী দীপক রায়। এর মধ্যে শিবুরাম রায়ের বাড়ি থেকে বিদেশি প্রজাতির আটটি ছাগল/পাঠা নিয়ে যায়। প্রতিটির বাজার মূল্য আনুমানিক ৬০ হাজার টাকা করে! পরিবারের ভাষ্যমতে এই ন্যাক্কারজনক হামলায় জড়িত আওয়ামী লীগ সমর্থিত মোঃ সাব্বির আহমেদ, মোঃ লিয়ন আহমেদ, মোঃ পলাশ আহমেদ, মোঃ পিয়াস আহমেদ সহ আরো অনেকে।
সাবেক ডেপুটি স্পিকারের মেয়ে ফারজানা রাব্বি বুবলি ট্রাক মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। ভুক্তভোগী সংখ্যালঘু পরিবার ৪ টি স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন করায় এই জঘন্য হামলার ঘটনা ঘটেছে।