Thursday, April 25, 2024
আন্তর্জাতিক

আফগানিস্তানে দুই মসজিদে হামলায় নিহত ৭২

আফগানিস্তানে এক রাতে পরপর দুটি মসজিদে বোমা হামলায় অন্তত ৭২ জন নিহত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় মাগরিবের নামাজের সময় কাবুলের পশ্চিমাংশে দাস্ত-ই-বারসি এলাকার ইমাম জামান শিয়া মসজিদে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ৩৯ জন নিহত হন।

ঘণ্টাখানেকের ব্যবধানে দ্বিতীয় ঘটনাটি ঘটে গর প্রদেশের একটি সুন্নি মসজিদে, যেখানে অন্তত ৩৩ জন নিহত হয়।

দেশটির স্বারাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল আলিমাস্ত মোমান্দ এপিকে বলেন, হামলাকারী দ্রুত হেঁটে মসজিদে প্রবেশ করে। প্রবেশ করেই প্রথমে নামাজে দাঁড়ানো শিয়া মুসলমানদের ওপর গুলি চালায় এবং পরে নিজের কাছে থাকা বোমা বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থল থেকে ৩৯টি দেহ বের করেছেন নিরাপত্তা কর্মীরা।

গর প্রাদেশিক পুলিশের মুখপাত্র ইকবাল নেজামির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, স্থানীয় এক রাজনীতিবিদকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। হামলায় ওই নেতাও নিহত হয়েছেন বলে প্রাদেশিক গভর্নরের ভাষ্য।

এখন পর্যন্ত কোনো সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি। তবে আফগানিস্তানের শিয়া মসজিদগুলো জঙ্গি সংগঠন আইএসের হামলার লক্ষ্যবস্তু বলে জানা গেছে।

এর আগে গত ২০ আগস্ট কাবুলে মুসল্লিদের ওপর বোমা হামলায় ২০ জনের বেশি মানুষ নিহত হয় এবং গত মে মাসে ট্রাকবোমা হামলায় ১৫০ জনের বেশি নিহত হয়।

আফগানিস্তান