Wednesday, October 9, 2024
দেশ

নাবালিকা হিন্দু মেয়েদের গণধর্ষণ ও খুনের ঘটনায় মোস্ট ওয়ান্টেড জুবায়ের আহমেদকে গ্রেফতার করলো পুলিশ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: হাইলাকান্দি থানা পুলিশ নাবালিকা হিন্দু মেয়েকে অপহরণ, গণধর্ষণ ও হত্যার প্রধান আসামি জুবায়ের আহমেদ তালুকদারকে গ্রেপ্তার করেছে।

সূত্রের খবর, আগের রাতে অভিযান চালিয়ে করিমগঞ্জ জেলার দোহালিয়া এলাকা থেকে জুবায়েরকে গ্রেপ্তার করা হয়। গত ৪ জুলাই হাইলাকান্দি জেলার বারনি ব্রিজে নাবালিকাদের অপহরণ, গণধর্ষণ ও হত্যার ন্যাক্কারজনক ঘটনার পর থেকে সে পলাতক ছিল। 

ওই দিন দুই নাবালিকা হিন্দু মেয়ে স্কুল থেকে ফিরছিল। কয়েকজন মুসলিম যুবক তাদের রোসকান্দি চা বাগানের পাশে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ। নৃশংস ধর্ষণ ও নির্যাতনের পর দুষ্কৃতীরা তাদের সেখানে ফেলে চলে যায়। কয়েক ঘণ্টা পর চা বাগানের শ্রমিকরা তাদের খুঁজে বের করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। তাদের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন। সেখানে এক নাবালিকা (১৪) মারা যায়। 

এই জঘন্য অপরাধের পর পুলিশ ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে এবং তাৎক্ষণিকভাবে জাবির আহমেদ বারভূইয়া ও আনসার উদ্দিন মজুমদারকে গ্রেফতার করে। তবে প্রধান আসামি জুবায়ের আহমেদ তালুকদার পলাতক ছিলেন। হাইলাকান্দি পুলিশ তাকে মোস্ট ওয়ান্টেড ঘোষণা করেছিল এবং তার সম্পর্কে তথ্য চেয়ে অফিসিয়াল ফেসবুক পেজে  বিস্তারিত পোস্ট করে। অবশেষে পুলিশ তাকে আটক করলো।

যদিও এই গ্রেফতারে খুশি নন স্থানীয়রা। তারা ধর্ষকের এনকাউন্টার দাবি করেছে। 

তথ্যসূত্র: Hindu Voice