Friday, April 26, 2024
দেশ

রাজ্য জুড়ে বন্ধ করে দেওয়া হবে মাদ্রাসা

মঙ্গলবার সন্ধ্যায় অসমের শিক্ষামন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এক ট্যুইট বার্তায় জানিয়েছেন রাজ্যের সকল মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে। খুব শ্রীঘ্রই মাদ্রাসা বোর্ড বাতিল করে সেটিকে মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে নিয়ে আসা হবে।

ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি জানাল, মাদ্রাসা শিক্ষাকে মূলধারায় আনতেই এই উদ্যোগ। তিনি আরও অভিযোগ করেন, কয়েক মাস পূর্বে তিনি মাদ্রাসাগুলোকে শুক্রবার বন্ধ রাখার ব্যবস্থা বাতিলের দাবি জানান। অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো মাদ্রাসাগুলিও রবিবার বন্ধ রাখার প্রস্তাব দেন। তিনি বলেন, পাশবর্তী দেশ বাংলাদেশ ও পাকিস্তানে শুক্রবার মাদ্রাসা বন্ধ হতে পারে, তবে সেটি ভারতে করা যাবে না।

উল্লেখ্য অসমে ১৯৩৪ সালে মাদ্রাসা বোর্ড প্রতিষ্ঠিত হয়। বর্তমানে মাদ্রাসা বোর্ডের অধীনে অসমে ৭০০রও বেশি মাদ্রাসা রয়েছে।