Thursday, April 25, 2024
দেশ

গো সংরক্ষণে আইন আনল বিজেপি শাসিত অসম

কলকাতা ট্রিবিউন ডেস্ক: অসম বিধানসভায় (Assam Legislative Assembly) গবাদি পশু সংরক্ষণ আইন (সংশোধনী) পাস হয়েছে। চার মাস আগে বিলটি (Assam Cattle Preservation Act) পাস হয়েছিল। সংশোধনীতে আইনে দুটি বড় পরিবর্তন আনা হয়েছে। একটি হল- রাজ্যকে বেআইনীভাবে গরু বহনকারী গাড়ি নিলামে তোলার অনুমতি দেওয়া হয়েছে। আরেকটি হল- বাংলাদেশ ও ভুটান সীমান্তবর্তী ৮টি জেলা ব্যতীত গবাদি পশুর আন্তঃজেলা চলাচলের অনুমতি। 

এই বিষয়ে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “আমরা রাজ্যে গোহত্যা বন্ধ করতে চাইছি। চাষের উদ্দেশ্যে গবাদি পশু পালনে কোনও বিধিনিষেধ থাকবে না। আমরা কৃষিকাজের উদ্দেশ্যে গবাদি পশু পালনে বিধিনিষেধ আরোপ করছি না। আমরা বাংলাদেশ সীমান্তের পাশের জেলাগুলিতে গবাদি পশু পাচার বন্ধ করার চেষ্টা করছি।”

তিনি আরও বলেন, মহিষ সংক্রান্ত কোনো বিল থাকবে না। অবৈধ গবাদি পশুর ব্যবসা এবং সরবরাহের সাথে জড়িতদের শাস্তি দেওয়া হবে। পুলিশ তাদের যানবাহন বাজেয়াপ্ত করতে এবং তা নিলাম করতে পারবে।

মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা আরও উল্লেখ করেছেন যে রাজ্য দুধের উৎপাদন বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে। তিনি বলেন, আমরা গবাদি পশু হত্যা নিয়ন্ত্রণ করার লক্ষ্য নিয়েছি। 

উল্লেখ্য, অসম গবাদি পশু সংরক্ষণ বিল, ২০২১ গবাদি পশু জবাই, খাওয়া এবং পরিবহন নিয়ন্ত্রণ করার জন্য পাস করা হয়েছিল। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ১২ জুলাই সংসদে বিলটি পেশ করেছিলেন। বিলটি নিয়ে রাজ্য সরকার বিরোধীদের সমালোচনার মুখে পড়েছিল। বৃহস্পতিবার বিলটিতে দুটি বড় পরিবর্তন আনা হয়েছে।