Monday, May 27, 2024
দেশ

জ্ঞানবাপী মসজিদ হিন্দু মন্দিরের কাঠামোর উপরই তৈরি হয়েছে, রিপোর্টে সাফ জানালো ASI

কলকাতা ট্রিবিউন ডেস্ক: জ্ঞানবাপী মসজিদ নিয়ে বড়সড় তথ্য দিলো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। ASI সাফ জানিয়েছে, মসজিদ তৈরি হওয়ার আগে সেখানে ছিল হিন্দু মন্দির ছিল।

এএসআইয়ের রিপোর্ট অনুযায়ী, জ্ঞানবাপী মসজিদের নিচে হিন্দু মন্দিরের কাঠামো পাওয়া গেছে। গ্রাউন্ড পেনিট্রেটিং র‍্যাডারে তথ্য বলছে, মন্দিরের কাঠামোর উপরেই তৈরি হয়েছে মসজিদ। 

গত ১৮ ডিসেম্বর মুখ বন্ধ খামে জ্ঞানবাপী মসজিদ নিয়ে করা বৈজ্ঞানিক সমীক্ষার রিপোর্ট বারাণসী জেলা আদালতে জমা দিয়েছিল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এএসআইয়ের ওই রিপোর্ট হিন্দু এবং মুসলিম দুই পক্ষকেই দেওয়া হবে বলে জানিয়েছে আদালত।


বৃহস্পতিবার সেই রিপোর্টের তথ্য সামনে এল। এএসআইয়ের রিপোর্ট অনুযায়ী, মসজিদের নিচে এখনও মন্দিরের ভাঙ্গা কাঠামো রয়েছে। Mint