Thursday, March 28, 2024
দেশ

অমিতাভকে চিনতাম, খুব সাহসী ছেলে, বললেন শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

কলকাতাদার্জিলিঙে বিমল গুরুং বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলাকালীন তাদের ছোঁড়া বুলেটে প্রাণ হারান রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর অমিতাভ মালিক। চোখের জলে শহিদ এসআই অমিতাভ মালিককে শেষ বিদায় জানাল মধ্যমগ্রাম।

শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অমিতাভকে নিয়ে গর্ব করে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে অমিতাভকে চিনতাম। খুব সাহসী ছেলে অমিতাভ। দার্জিলিংয়ে ও আমার সঙ্গে দেখা করেছিল। আজ খুব খারাপ লাগছে ওর জন্য। কাল দেহে প্রাণ ছিল, আজ এক মর্মান্তিক কফিন।’

অমিতাভর মৃত্যুকে ‘মর্মান্তিক ঘটনা’ বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী নবান্নে বলেন, ‘ও আজ নেই। ওর শূন্যস্থান পূরণ হওয়ার নয়। তবে, সন্ত্রাস সৃষ্টি করে যাঁরা রাজ্যে হিংসার জাল বিস্তার করার চেষ্টা করছে, তাদের যোগ্য জবাব দেওয়া হবে।

অমিতাভ মালিকের মৃত্যুতে শোকাহত মুখ্যমন্ত্রীর আশ্বাস, আমরা ওঁর পরিবারের পাশে আছি।’ তাঁর পরিবারের কথা ভেবেই আমরা ইতিমধ্যেই পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছি। অমিতাভের স্ত্রী মোনাসিলাকে পুলিশে চাকরির ব্যবস্থা করছে তাঁর প্রশাসন। সেইসঙ্গে অমিতাভের বাবাকেও চাকরি দেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।’