Wednesday, October 9, 2024
রাজ্য​

বাংলায় বিজেপির জনপ্রিয়তায় ভয় পেয়ে রথযাত্রা আটকেছেন দিদি: অমিত শাহ

পুনে: পশ্চিমবঙ্গে বিজেপির রথযাত্রা আটকাতে সুপ্রিম কোর্টে মিথ্যা হলফনামা জমা দিয়েছে মমতা সরকার। শনিবার এমনই অভিযোগ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তাঁর মতে, বাংলায় বিজেপির ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিন পুনেতে এক সভায় অমিত শাহ বলেন, মমতা দিদি বাংলায় বিজেপিকে রথযাত্রা করতে দিচ্ছেন না। বিজেপির রথযাত্রা হলে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে বলে সুপ্ৰিম কোর্টে মিথ্যা হলফনামা দাখিল করেছিল তৃণমূল সরকার। সে কারণে আমাদের রথযাত্রা বাতিল হয়ে যায়।

কিন্তু একটি চ্যানেলের করা স্ট্রিং অপারেশনে আইবি অফিসারকে বলতে শোনা গিয়েছে, কোনও আইনশৃঙ্খলার বিষয় ছিল না। মমতা দিদি ভয় পেয়ে গিয়েছিলেন। তাই প্রশাসন এই এমন রিপোর্ট দিতে বাধ্য হয়েছিল।

প্রসঙ্গত, বীরভূমের তারাপীঠ থেকে বিজেপির রথ বেরনোর কথা ছিল। তবে মমতা সরকারের বাধায় রথের চাকা আর বাংলার মাটিতে ছুটোতে পারেনি বিজেপি। তবে ভাঙলেও মচকায়নি বঙ্গ বিজেপি। সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে আর বাংলার মাটি আরও আঁকড়ে ধরতে রাজ্যে একের পর এক সভা করে চলেছে বিজেপি।