Saturday, July 27, 2024
আন্তর্জাতিক

বেঁচে আছেন মাসুদ আজহার, বিবৃতি প্রকাশ করল জইশ ই মহম্মদ

ইসলামাবাদ: কয়েকদিন আগেই পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি জানিয়েছিলেন, গুরুতর অসুস্থ অবস্থায় পাকিস্তানেই রয়েছে জইশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠীর প্রধান মৌলানা মাসুদ আজহার। কুরেশি জানিয়েছিলেন, মাসুদ এতটাই অসুস্থ যে বাড়ি ছেড়ে বেরনোরও উপায় নেই। এর মধ্যেই সামনে এল এক বিস্ফোরক তথ্য। মৃত্যু হয়েছে মাসুদ আজহারের।

আজ বিকালের পর থেকেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সেখান থেকে সংবাদমাধ্যমে খবর হতেই হইচই পড়ে যায়। পুলওয়ামা হামলার কুচক্রী তথা ভারতের এই মুহূর্তের সবচেয়ে বড় মাথা ব্যথা – মাসুদ আজহারের মৃত্যু নিঃসন্দেহে বড় স্বস্তির খবর।

তবে কয়েক ঘণ্টা কাটতেই জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ জানিয়ে দিল, মাসুদ আজহার মারা যায়নি। দিব্যি বেঁচে আছেন।

উল্লেখ্য, ইতিমধ্যেই রাষ্ট্রপুঞ্জে মাসুদ আজহারকে ‘আন্তর্জাতিক জঙ্গি’ ঘোষণা করার জন্য প্রস্তাব এনেছে নিরাপত্তা পরিষদের সদস্য দেশ ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা ও রাশিয়া।