Thursday, April 24, 2025
দেশ

শহিদ জওয়ান পরিবারকে ২৫ লাখ টাকা ও সরকারি চাকরি দেওয়ার ঘোষণা যোগীর

লখনউ: জম্মু-কাশ্মীরের হান্দওয়ারায় সেনা-জঙ্গি সংঘর্ষে ৩ সিআরপিএফ জওয়ান ও দুই কাশ্মীর পুলিশ কর্মী শহিদ হয়েছেন।শহিদ সেনা কর্মীদের মধ্যে রয়েছেন দুই সিআরপিএফ জওয়ান-বিনোদ কুমার ও শ্যাম সিং যাদব।

তাঁরা দু’জনই উত্তরপ্রদেশের বাসিন্দা। তাঁদের পরিবারকে সাহায্য করার জন্য পরিবারপিছু ২৫ লাখ টাকা ও পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

প্রসঙ্গত, কাশ্মীরে গুলির লড়াই অব্যাহত। লাগাতার নিয়ন্ত্রণ রেখা বরাবর সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালাচ্ছে পাক রেঞ্জার্স। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা, কুপওয়ারা, সোপিয়ানে চলছে নিরাপত্তারক্ষীদের সঙ্গে জঙ্গিদের লড়াই।