শহিদ জওয়ান পরিবারকে ২৫ লাখ টাকা ও সরকারি চাকরি দেওয়ার ঘোষণা যোগীর
লখনউ: জম্মু-কাশ্মীরের হান্দওয়ারায় সেনা-জঙ্গি সংঘর্ষে ৩ সিআরপিএফ জওয়ান ও দুই কাশ্মীর পুলিশ কর্মী শহিদ হয়েছেন।শহিদ সেনা কর্মীদের মধ্যে রয়েছেন দুই সিআরপিএফ জওয়ান-বিনোদ কুমার ও শ্যাম সিং যাদব।
তাঁরা দু’জনই উত্তরপ্রদেশের বাসিন্দা। তাঁদের পরিবারকে সাহায্য করার জন্য পরিবারপিছু ২৫ লাখ টাকা ও পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
UP CM Yogi Adityanath announces Rs 25 lakh each and a govt job to the next of the kin of two CRPF personnel- Vinod Kumar and Shyam Yadav- from the state who lost their lives in Handwara encounter in Jammu and Kashmir. (File pic) pic.twitter.com/sEfPbfbzhS
— ANI UP (@ANINewsUP) 3 March 2019
প্রসঙ্গত, কাশ্মীরে গুলির লড়াই অব্যাহত। লাগাতার নিয়ন্ত্রণ রেখা বরাবর সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালাচ্ছে পাক রেঞ্জার্স। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা, কুপওয়ারা, সোপিয়ানে চলছে নিরাপত্তারক্ষীদের সঙ্গে জঙ্গিদের লড়াই।