Saturday, July 27, 2024
রাজ্য​

বিজেপিতে যোগ দিতে চলেছেন ১০০ জন তৃণমূল বিধায়ক: অর্জুন সিং

কলকাতা: প্রাক্তন তৃণমূল বিধায়ক অর্জুন সিং বিজেপিতে যোগদানের পর খোলাখুলিই জানিয়ে দিলেন ১০০ বিধায়ক লাইনে রয়েছে। তিনি বলেন, শুধু লোকসভা ভোটের ফলাফলটা বের হতে দিন, তারপরই দেখবেন চমক। ২৩ মে-র পর অন্তত ১০০ বিধায়ক যোগ দেবেন বিজেপিতে।

অর্জুন সিংয়ের কথায়, লোকসভা ভোটের পর রাজ্যে তৃণমূল বলে কিছু থাকবে না। থাকবে না তৃণমূল সরকারও। সব উল্টে যাবে। ২০২১ সালের আগেই রাজ্যে পরিবর্তন আসবে। সেদিকেই এগিয়ে চলেছে রাজ্য। এবার লোকসভা ভোট থেকেই পরিবর্তনের সূত্রপাত হবে।

ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, লোকসভা ভোট মিটলেই তৃণমূল ভাঙতে শুরু করবে। আমাদের নেতা মুকুল রায়ের কাছে তালিকা প্রস্তুত আছে। কারা কারা বিজেপিতে আসবেন। তৃণমূলের শতাধিক বিধায়ক পা বাড়িয়ে রয়েছেন বিজেপিতে যোগ দেওয়া জন্য। তাঁরা শুধু অপেক্ষা করছে লোকসভার ফলাফল দেখার জন্য।

তৃণমূলকে কটাক্ষ করে অর্জুন সিং বলেন, তৃণমূলে এখন একটাই মন্ত্র। মানি মানি আর মানি। কোনও উন্নয়ন নেই, কোনও কাজ নেই। মা-মাটি-মানুষের স্লোগান সব বৃথা। টাকা ছাড়া কোনও কথা নেই। তাই ভাঙন ধরেছে দলে। প্রতিদিনই নিচুতলার কর্মীরা দল ছাড়ছেন। ভিতর ঝাঁঝরা হয়ে যাচ্ছে। যেকোনও দিন হুড়মুড়িয়ে ভেঙে পড়বে দল।

প্রসঙ্গত, ব্যারাকপুর কেন্দ্রে টিকিট না পেয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন অর্জুন সিং। তাঁকে সামনে রেখেই রাজ্যে ভোট টানার চেষ্টায় মুকুল-দিলীপরা।