বিজেপিতে যোগ দিলেন প্যারালিম্পিক গেমসে সোনাজয়ী দীপা মালিক
চন্ডীগড়: লোকসভা নির্বাচনের মুখে বিজেপিতে বিজেপিতে যোগ দিলেন হরিয়ানার প্যারালিম্পিয়ান দীপা মালিক। সোমবার তাঁর সঙ্গেই পদ্মশিবিরে যোগ দিলেন আইএনএলডি বিধায়ক কেহর সিং রাওয়াত। বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনিল জৈন ও হরিয়ানার বিজেপির প্রধান সুভাষ বারালের উপস্থিতিতে দীপা মালিক ও কেহার সিং রাওয়াত বিজেপিতে যোগদান করেন।
Delhi: Paralympian Deepa Malik and INLD MLA Kehar Singh Rawat joins Bharatiya Janata Party (BJP). pic.twitter.com/H9iqxtQGfC
— ANI (@ANI) 25 March 2019
বিজেপিতে যোগ দিয়ে এদিন দীপা মালিক বলেন, দেশের উন্নয়নের জন্য কাজ করতে চাই। ২০ বছর আগে আমি শারীরিক ভাবে অক্ষম হয়ে পড়ি এবং কয়েক বছর আগে নিজেকে দিব্য অঙ্গের অধিকারী বলে উপলব্ধি করেছি। এটা সম্ভব হয়েছে শারীরিক ভাবে অক্ষম ব্যক্তিদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচেষ্টার কারণে। সমাজের চিন্তা ও নীতি বদলে দিয়েছেন তিনি। এই উদ্যোগে শারীরিক ভাবে অক্ষমদের জন্য আমি শামিল হতে চাই।
Deepa Malik, Paralympian on joining BJP: The work that PM Modi has done for women empowerment and his thoughts towards women, is evident. He has put women in leading portfolios, he has also worked extensively for the ‘divyangs’. pic.twitter.com/veQwVBarST
— ANI (@ANI) 25 March 2019
বিজেপির হরিয়ানা শাখার সাধারণ সম্পাদক অনিল জৈন বলেন, দীপা মালিককে বিজেপিতে স্বাগত। আমার সকলের অনুপ্রেরণা দীপা। দেশকে গর্বিত করেছেন তিনি। উল্লেখ্য, হরিয়ানায় সব আসনে বিজেপির প্রার্থীতালিকা প্রকাশ করা হয়নি এখনও, দীপাকে কোনও একটি কেন্দ্রে টিকিট দেওয়া হতে পারে বলে খবর সূত্রের।
প্রসঙ্গত, ৪৮ বছর বয়সী দীপা মালিক দেশের প্রথম মহিলা অ্যাথলিট হিসেবে ২০১৬ সালের প্যারালিম্পিক্সে শটপাটে রুপো জেতেন। এছাড়া ২০১৮ সালে দুবাইতে অ্যাথলেটিক গ্রাঁ প্রিতে তিনি মহিলাদের এফ-৫৩/৫৪ জ্যাভেলিন ইভেন্টে সোনা জেতেন। বর্তমানে তিনি এফ-৫৩ ইভেন্টে বিশ্বসেরা।