Saturday, July 27, 2024
দেশ

ভারত-রাশিয়া যৌথ উদ্যোগে আমেঠিতে তৈরি হবে AK-203 রাইফেল, ঘোষণা মোদীর

আমেঠি: কংগ্রেস প্রধান রাহুল গান্ধীর কেন্দ্র আমেঠিতে কালাশনিকভ সিরিজ়ের রাইফেলের আধুনিকতম সংস্করণ AK-203 তৈরির প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, ইয়ে মোদী হ্যায়। অব মেড ইন আমেঠি AK-203 রাইফেল হোগি।

অত্যাধুনিক এই রাইফেল থেকে মিনিটে ৬০০ রাউন্ড গুলি বের হয়। অর্থাৎ প্রতি সেকেন্ডে গড়ে ১০টি গুলি। এবার সেই রাইফেল তৈরি হবে ভারতের মাটিতে। তুলে দেওয়া হবে ভারতীয় সেনা জওয়ানদের হাতে।

কংগ্রেসকে কটাক্ষ করে মোদী বলেন, ২০১০ সালেই এই কাজ শুরু হওয়া উচিত ছিল। তবে ২০১৩ অবধি কারখানা তৈরির কাজ এগোয়নি। ইউপিএ সরকার সেনার নিরাপত্তা নিয়ে ভাবেনি, বুলেটপ্রুভ জ্যাকেটও পায়নি আমাদের সেনা।

ভোটে হেরেও আমেঠির উন্নয়নই লক্ষ্য তাঁর, জানিয়েছেন মোদী। প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে অমেঠিতে এই AK-203 নির্মাণের কারখানা হবে। রাশিয়ার সঙ্গে হওয়া চুক্তি অনুযায়ী, প্রাথমিক ভাবে সাড়ে সাত লাখ অ্যাসল্ট রাইফেল নির্মাণ করা হবে যা সেনার হাতে তুলে দেওয়া হবে। অস্ত্র কারখানায় প্রচুর কর্মসংস্থানও হবে বলে জানিয়েছেন মোদী।