Saturday, September 23, 2023
আন্তর্জাতিক

পুতিনের বিপক্ষে নির্বাচনে লড়বেন মুসলিম নারী আইনা

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ২০১৮ সালের মার্চ মাসে নির্বাচনে লড়তে চান মুসলিম মিডিয়া ইসলামিক ডট আরইউ’র প্রধান কর্মকর্তা আইনা গামজাতভ। দাগেস্তানের রাজধানী মাখাচকালাতে তার সমর্থকরা শনিবার জড়ো হয়ে এই বিষয়ে উল্লাস প্রকাশ করে।

দুদিন আগে তিনি এক ফেসবুক পোস্টে পুতিনের বিরুদ্ধে তার নির্বাচনের বিষয়টি নিশ্চিত করেন। গামজাতোভা রাশিয়ার সবচেয়ে বড় মিডিয়া হোল্ডিং ইসলাম ডট আরইউ এর প্রধান। এই গণমাধ্যম গ্রুপের অধীনে আছে টেলিভিশন, রেডিও এবং প্রিন্ট পত্রিকা। তিনি ইসলাম বিষয়ে বই লেখেন এবং একটি দাতব্য প্রতিষ্ঠান চালান।

দাগেস্তানের ৪৬ বছর বয়সী আইনার স্বামী আখমাদ আবদুলায়েভ দাগেস্তানের একজন মুফতি। রাশিয়ার একটি সংঘাত জর্জরিত প্রদেশ দাগেস্তান। যেখানে নানা গোষ্ঠীর যোদ্ধা, গোত্র এবং ফেডারেল বাহিনীগুলোর মধ্যে সংঘর্ষে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে।

রাশিয়ার ১৪ কোটি জনসংখ্যার ২ কোটি মুসলিমও যদি তাকে ভোট দেয় তাহলেও হয়তো আইনা প্রেসিডেন্ট হতে পারবেন না। তবে তাঁঁর এই লড়াই দেশটির মুসলিম নারীদের এগিয়ে চলার পাথেয় হয়ে থাকবেই বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।