Saturday, July 27, 2024
দেশ

জঙ্গিগোষ্ঠী জইশ প্রধানকে ‘মাসুদ আজহার জি’ বলে তুমুল বিতর্কে রাহুল গান্ধী

নয়াদিল্লি: পুলওয়ামাকাণ্ডের মাস্টারমাইন্ড পাক জঙ্গি নেতা জইশ-এ-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে ‘জি’ বলে সম্বোধন করেছেন রাহুল গান্ধী। রাহুলের ‘মাসুদ আজহার জি’ মন্তব্য নিয়ে এবার উঠেপড়ে লেগেছে গেরুয়া শিবির। জইশ প্রধানকে ‘জি’ বলে সম্বোধন করায় আদতে রাহুল বুঝিয়েছেন, তিনি ‘জঙ্গিদের ভালোবাসেন’। এ ভাষাতেই মুখর হয়েছে বিজেপি নেতৃত্ব।

কংগ্রেস সভাপতির ভাষণের সেই ভিডিও ক্লিপিংস টুইট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। টুইটে তিনি বলেন, রাহুল গান্ধী ও পাকিস্তানের মধ্যে মিল কোথায় জানেন? দু’পক্ষই জঙ্গিদের ভালোবাসে।

এক নির্বাচনী বিজেপিকে আক্রমণ করে রাহুল বলেন, ওঁদের ৫৬ ইঞ্চির ছাতি। আপনারা মনে করে দেখুন, আগের সরকারের আমলে, মাসুদ আজহারের সঙ্গে বিমানে চড়েছিলেন বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। কান্দাহারের ঘটনার সময় বিমানে করে মাসুদ আজহারজিকে ছেড়ে দেন দোভাল।

বিজেপির তরফে টুইটে প্রশ্ন করা হয়, যাদের জন্য এতজন জওয়ান শহিদ হলেন, তাদের প্রধানকে কীভাবে এই সম্মান দেখান!

বিজেপির বর্ষীয়ান নেতা রবিশঙ্কর প্রসাদের বক্তব্য, রাহুলজি, এর আগে কংগ্রেসের বর্ষীয়ান নেতা দিগ্বিজয় সিং আপনার মতোই ওসামাজি ও হাফিজ সইদ সাহাব বলেছিলেন। এখন আপনি বলছেন মাসুদ আজহার জি। কংগ্রেসের কী হল?