Monday, March 24, 2025
রাজ্য​

রাজ্যের প্রশাসনের ওপর ভরসা নেই, ৭-এর বেশি দফায় ভোট হলে খুশি হতাম: অধীর

বহরমপুর: বহরমপুরে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী অভিযোগ করেছেন, বহরমপুর লোকসভা আসনে তাঁকে হারাতে ৩০ কোটির বাজেট ধরেছে তৃণমূল নেতৃত্ব।

পাশাপাশি অধীরবাবুর অভিযোগ, রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই। রাজ্যের পুলিশের বিরুদ্ধে হুমকির অভিযোগ তুলে তিনি অভিযোগ করেন, রাজ্যের প্রশাসনের ওপর তাদের ভরসা নেই।

বহরমপুরের সাংসদ তথা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে ৭০ জনের বেশি মানুষ খুন হয়েছে। সেই সময় থেকেই রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। সেই পরিস্থিতি এখনও চলছে বলে অভিযোগ করেন তিনি।

প্রসঙ্গত, মুর্শিদাবাদ কেন্দ্র না পেয়ে হতাশ অধীর চৌধুরী। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নির্দেশে মুর্শিদাবাদ কেন্দ্র সিপিএমকে ছেড়ে দেওয়া হয়েছে। দিল্লির এমন নির্দেশে কার্যত হতাশ তিনি। অখুশিও হয়েছেন বলেও খবর।