Friday, April 26, 2024
দেশ

৮১ লাখ বেকারকে চাকরি দিয়েছি, আরও এক কোটি দেবো: মমতা

গোসাবা: দক্ষিণ ২৪ পরগনার প্রশাসনিক বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবার দুপুরে গোসাবায় গিয়েছিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে একগুচ্ছ ঘোষণা করেছেন তিনি। মুখ্য়মন্ত্রী বলেন, “এরাজ্যে এ পর্যন্ত ৮১ লাখ বেকার যুবক- যুবতীর চাকরির ব্যবস্থা করে দিয়েছি। আরও এক কোটি বেকারের চাকরি খুব শিগগিরই হবে।”

বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ হেলিকপ্টারে করে সভাস্থলে আসেন তিনি।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আগামী কয়েকমাসের মধ্যেই সুন্দরবন জেলাকে প্রশাসনিক জেলা হিসেবে ঘোষণা করা হবে।”

তিনি আরও বলেন, ”রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বিজেপি। বন্ধু সেজে ঢুকে সমস্যা সৃষ্টির চেষ্টা করছে। তাদের থেকে সাবধানে থাকতে হবে। অপরিচিত কাউকে এলাকায় দেখলে পুলিশে খবর দিতে হবে।”

সভায় তিনি কন্যাশ্রী, যুবশ্রী, সবুজসাথী ও গীতাঞ্জলির মতো প্রকল্পের অনুদান বিভিন্ন মানুষের হাতে তুলে দেন। পাশাপাশি স্বাস্থ্য ও শিক্ষা সহ বিভিন্ন প্রকল্পের আজ শিলান্যাস করেন।