Wednesday, April 24, 2024
দেশ

উত্তরপ্রদেশে ফের ক্ষমতায় ফিরছে বিজেপি, বলছে সমীক্ষা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: শনিবার পাঁচ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই সব রাজনৈতিক দল ভোটের দামামা বাজিয়ে দিয়েছে। ১০ ফেব্রুয়ারি থেকে পাঁচ রাজ্যে ভোটগ্রহণ শুরু হবে। উত্তরপ্রদেশে ৭ দফায় হবে ভোটগ্রহণ। ১০ মার্চ ফলাফল ঘোষণা করা হবে। এর মধ্যেই সামনে এল নির্বাচনী সমীক্ষার ফলাফল।

ABP News-CVoter এর সমীক্ষা বলছে, উত্তর প্রদেশে ফের ক্ষমতায় আসতে চলেছে যোগী আদিত্যনাথ এর নেতৃত্বাধীন বিজেপি। ৪০৩ আসনের বিধানসভায় আসন্ন লোকসভা ভোটে বিজেপি ২২৩ থেকে ২৩৫টি আসন পেতে পারে। আসন্ন ভোটে বিজেপি ৪১.৫ শতাংশ ভোট পেতে পারে। অন্যদিকে, অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি (এসপি) পেতে পারে ৩৩.৩ শতাংশ ভোট।

সমীক্ষা বলছে, সমাজবাদী পার্টি পেতে পারে ১৪৫ থেকে ১৫৭টি আসন। মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টি (বিএসপি) পেতে পারে ১৬টি আসন এবং কংগ্রেস ৩ থেকে ৪টি আসন পেতে পারে।

উল্লেখ্য, ২০১৭ সালের বিধানসভা ভোটে বিজেপি ৩২৫টি আসন পেয়েছিল। সমাজবাদী পার্টি পেয়েছিল ৪৮টি আসন। বিএসপি ১৬টি এবং কংগ্রেস ৭টি আসন পেয়েছিল। বাকিরা ৪টি আসন পেয়েছিল।

প্রসঙ্গত, দেশের মধ্যে সবচাইতে বেশি বিধানসভা আসন উত্তরপ্রদেশে। ২০২৪ সালের লোকসভা ভোটের আগে উত্তরপ্রদেশের বিধানসভা ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করছে রাজনৈতিক মহল। উত্তরপ্রদেশকে সেমিফাইনাল হিসেবে দেখা হচ্ছে। তাই উত্তরপ্রদেশ জয় করতে কোন দলই চেষ্টার কোনও ত্রুটি রাখছে না।

সমীক্ষা বলছে, উত্তর প্রদেশ, উত্তরাখন্ড, পাঞ্জাব, গোয়া ও মণিপুরে আসন্ন বিধানসভা ভোটে ৪টি রাজ্যে জয়লাভ করতে পারে বিজেপি। কেবলমাত্র পাঞ্জাবে ক্ষমতায় আসতে পারে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি।