Saturday, July 27, 2024
দেশ

অভিনন্দনের মেরুদণ্ড ও পাঁজরে আঘাতের চিহ্ন: মেডিক্যাল রিপোর্ট

নয়াদিল্লি: পাকিস্থান থেকে দেশে ফিরেই উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের নানা শারীরিক পরীক্ষা নেওয়া হয়েছে। রবিবার দিল্লি সেনা হাসপাতালে দীর্ঘ সময় ধরে চলে অভিনন্দনের মেডিক্যাল টেস্ট। এদিন তাঁর বডি স্ক্যানও করা হয়। স্ক্যানের রিপোর্ট অনুযায়ী, অভিনন্দন বর্তমানের শরীরে কোনওরকম মাইক্রো চিপ পাওয়া যায়নি।

তবে তাঁর শিরদাঁড়া ও পাঁজরে আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসকদের অনুমান, যুদ্ধবিমান মিগ-২১ থেকে ঝাঁপ দেওয়ার সময় তাঁর আঘাত লাগে।

সেনা হাসপাতাল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এখনও ১০দিন তাঁর চিকিৎসা চলবে। দিল্লিতে রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালে এখন অভিনন্দনের চিকিৎসা ও চেক-আপ চলছে।

দেশে ফেরার পর বাবা, মা, স্ত্রী ও সন্তানের সঙ্গে দেখা করেছেন অভিনন্দন। শারীরিকভাবে সম্পূর্ণ ফিট হওয়ার পর তিনি কথা বলার জন্য প্রস্তুত হলে পাকিস্তানে তাঁর অভিজ্ঞতার কথা তিনি তুলে ধরবেন বাহিনীর কাছে।

গত বুধবার পাকিস্থানি যুদ্ধবিমানকে তাড়াতে গিয়ে পাকিস্তানের মাটিতে গিয়ে পড়েন অভিনন্দন বর্তমান। শুক্রবার তাঁকে ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতের কাছে ফিরিয়ে দেয় পাকিস্তান।